প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বাঁকুড়া জেলা পুলিশ

11th August 2021 1:09 pm বাঁকুড়া
প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বাঁকুড়া জেলা পুলিশ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  হাজার হাজার ফেক সিমের ভিত্তিতে ই ওয়ালেট তৈরী করে দেশ জুড়ে প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বাঁকুড়া জেলা পুলিশ ।

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ছ'জনকে গ্রেফতার, ৮,২৮২ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম কার্ড, ৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ২৩ টি মোবাইল ফোন, ১ টি করে ল্যাপটপ, সি.পি.ইউ, মনিটর, হ্যাণ্ডিক্যাম ও নগদ দেড় লাখ টাকা সহ অন্যান্য সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করেছে।

বুধবার জেলা পুলিশ সুপার  ধৃতিমান সরকার এক সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়ে বলেন, বিভিন্ন বেসরকারী মোবাইল সংস্থার কোম্পানীর কাছে জমা করা সিম কার্ডের কেনার নথি জালিয়াতি করে এই চক্র চালাতো। এবং বেআইনীভাবে অর্থ আয়ের পথ খুঁজে বের করেছিল। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ মোট ছ'জনকে গ্রেফতার করেছে ও তাদের এদিন আদালতে তোলা হবে বলে তিনি জানান।

একই সঙ্গে তিনি জানান এই অনলাইন প্রতারণা চক্রটি টেলিগ্রামের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে। ফেক মোবাইল নাম্বার ব্যবহার করে এই চক্রটি কাজ চালাচ্ছিল। উচ্চমানের প্রশিক্ষণ ছাড়া প্রত্যন্ত গ্রামে বসে এই প্রতারণা চক্র চালানো সম্ভব নয়। এই ঘটনায় গ্রেফতার হওয়া ছ'জন ছাড়া আরো অনেকে যুক্ত থাকতে পারে। তাদের খোঁজও চলছে। এছাড়াও এই ঘটনায় জামতাড়া গ্যাঙের যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।